লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

gbn

বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা ইমরান হাশমিকে সিরিয়াল কিসার হিসাবে অবহিত করা হয়। পর্দায় অভিনেতার এই রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। ‘কিসিং কিং’খ্যাত এ অভিনেতা আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে কামব্যাক করেন। ইমরান হাশমি সেই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও লাইমলাইটে আসেন। কিন্তু এ বিষয়টি এবার বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি করেছে অভিনেতার বাড়িতে। ইমরান হাশমির সেই ক্যামিও এখন বিড়ম্বনার শিকার তার ছেলে আয়ান।

শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর একটি দৃশ্য নিয়েই মূলত এ আলোচনা-সমালোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে (শারীরিক ঘনিষ্ঠতাবিষয়ক) ইমরান হাশমির কাছে যান। 

আর এ সিরিজটির ক্যামিওতে আসল ‘ইমরান হাশমি’ হয়েই ধরা দিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। যদিও এ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেন, এ দৃশ্যটি, যেখানে তিনি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।

ইমরান হাশমি বলেন, আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে— কেন ও ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না? 

যদিও মজার ছলেই এসব কথা বলেন অভিনেতা।  ইমরান হাশমি বলেন, আয়ান বলে— তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছ, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তাই তুমি কি এটা বন্ধ করবে?

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন