পুরুষ বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে প্রাইজমানি : কত পাবে নারী চ্যাম্পিয়নরা

gbn

২০২৫ সালের আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের এটি ফাইনালে তৃতীয় অংশগ্রহণ, আর দক্ষিণ আফ্রিকার জন্য এটি প্রথম। তবে কোনো দল এখন পর্যন্ত ট্রফি জিততে পারেনি। তবে এবারের আসর শুধু ট্রফি নয়, এই ম্যাচে জয়ের সঙ্গে জড়িত রয়েছে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কার অর্থও।

 

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের বিজয়ী দল পাবেন ৪.৪৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৯.৭৮ কোটি রুপি), যা কোনো ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ বা নারী) দেওয়া সর্বোচ্চ পুরস্কার। রানার্স আপ দল পাবে বিজয়ীদের অর্ধেক অর্থ, অর্থাৎ ২.২৪ মিলিয়ন ডলার।

ভারত ইতিমধ্যেই অংশগ্রহণ এবং গ্রুপ ম্যাচ জয়ের জন্য ৩৫০,০০০ ডলার (প্রায় ৩.১ কোটি রুপি) নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা তাদের লিগ পর্বের সাফল্যের জন্য ইতিমধ্যেই ৪০০,০০০ ডলারের বেশি অর্থ নিশ্চিত করেছে।

ফলে, যদি ভারত ফাইনাল জেতে, দলটির মোট পুরস্কার হবে ৪২ কোটি রুপির বেশি।

 

সেপ্টেম্বরে আইসিসি ঘোষণা করেছিল, এই বিশ্বকাপের মোট পুরস্কার ১৩.৮৮ মিলিয়ন ডলার (প্রায় ১২৩ কোটি রুপি), যা ২০২২ সালের তুলনায় ২৯৭ শতাংশ বৃদ্ধি।

একই সময়ে, পিটিআই জানিয়েছে যে বিসিসিআই সমান বেতনের নীতি অনুসরণ করে নারীদের পুরস্কারও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বিজয়ীদের সমানভাবে দেওয়ার পরিকল্পনা করছে। ২০২৪ সালে রোহিত শর্মা নেতৃত্বাধীন পুরুষ দলকে বিজয়ী হিসেবে ১২৫ কোটি রুপি পুরস্কৃত করা হয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন