পাইকগাছায় কাঁকড়ার হ্যাচারীতে বিষ প্রয়োগ; লক্ষ লক্ষ টাকার ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
পাইকগাছায় অনুপম সরকার নামে এক কাঁকড়া চাষীর হ্যাচারীতে বিষপ্রয়োগ করায় কাঁকড়া মারাগিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রোববার গভীর রাতেবিষ প্রয়োগের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনুপম সরকার।জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের সুরেশ চন্দ্র সরকারেরছেলে অনুপম সরকারের বাড়ীর পাশে একটি কাঁকড়া হ্যাচারী রয়েছে। হ্যাচারীতে লক্ষলক্ষ টাকার কাঁকড়া মজুদ করা ছিল। রোববার রাতে কে বা কারা হ্যাচারীতে বিষপ্রয়োগ করলে সমস্ত কাঁকড়া ও মাছ মারা যায়। সোমবার সকালে মরা কাঁকড়াদেখে বিষ প্রয়োগের বিষয়টি টেরপান অনুপম ও তার পরিবার।