সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

gbn

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি পণ্য মেলা, কুইজ ও ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

 

এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি এগ্রো লিমিটেড বগুড়া শেরপুর অফিসের রিজিওনাল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) মোঃ আবু সাঈদ।

 

বগুড়ার শেরপুর আঞ্চলিক এক্সিকিউটিভ মার্কেট ডেভলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ নিয়াজ মুর্শিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, আয়নাল হক ও মোস্তাকিম হোসেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক,সজীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা ও প্রেস ক্লাব সদস্য নয়া দিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাদেক উদ্দিন প্রমুখ।

কৃষক, ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ক্রিড়া ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন