চাঁপাইনবাবগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে আর আনন্দমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজে বৃহস্পতিবার দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিতহয়েছে। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেনচাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.এবিএম রাশেদুল হাসান। অনুষ্ঠানের সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষআনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভামেয়র নজরুল ইসলাম,নবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মনজুর রেজা। অনুষ্ঠানে২৮টি ষ্টলে নানা পদের পিঠে-পুলি নিয়ে বাসন্তী পোষাকে ফুলেল সাজে অংশ নেনবিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্খীরা। অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে
তাঁরা নাচ ও গান পরিবেশন করেন।