স্বামীর সাথে ঝগড়া করে চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
স্বামীর সাথে ঝগড়া করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়াইউনিয়নের কাজীপাড়ায় গত বৃহস্পতিবার রাতে রোকেয়া জাহান রুকু (২১)নামে এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রুকু ওই গ্রামেরকাদেরের ছেলে ইমনের (২৮) স্ত্রী ও একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে। মাত্র চারমাস পূর্বে তাঁর বিয়ে হয়। রুকুর পিতা জানান, বিকেলে তাঁর মেয়েরসাথে জামাইয়ের মনোমালিন্য হয়। রাত ৮টায় জামাইয়ের অনুপস্থিতিতেমেয়ে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘটনাটের পেয়ে দরজা ভেঙ্গে দ্রæত তাকে বের করা হলে মৃত পাওয়া যায়। সদর থানারউপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম জানান, পরিবার থেকে খবর পেয়েপুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারেমেয়ের পিতা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। লাশ রাতেইময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।