“এ পর্যন্ত ১২জনের মৃত্যু” ফকিরহাটে করোনা আক্রান্ত  হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

gbn

ফকিরহাট প্রতিনিধি। 
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (২৬) নামের একজন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে ডহরমৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। এবং উক্ত গ্রামের কালিদাশ হীরার পুত্র। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। মিঠুন হীরা করোনা শনাক্তের পর গত কয়েকদিন ধরে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফকিরহাটে মোট করোনা আক্রান্ত হয়ে ও ২০৫জনের করোনা শনাক্ত এবং ১৯০জন সুস্থ হয়েছেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন