প্রোটিয়াদের বিরুদ্ধে গালাগালির অভিযোগ মুমিনুলের

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কেশভ মহারাজ আর সাইমন হার্মারের ঘূর্ণিতেই মাত্র ৫৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। লজ্জাজনকভাবে হারলেও টেস্টটিতে প্রোটিয়াদের বিপক্ষে গালাগালির অভিযোগ এনেছেন অধিনায়ক মুমিনুল হক।

পুরো ম্যাচজুড়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা স্লেজিং করতে থাকলেও আম্পায়ার কিছুই বলেননি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়গুলো পরিস্কার করেন মুমিনুল।

 

তিনি বলেন, ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।

ম্যাচজুড়ে দুই আম্পায়ার মারিস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকের ভুল সিদ্ধান্তে ভূগতে হয়েছে বাংলাদেশকে। সাকিব আল হাসান তো নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের দাবি করেছেন।

মমিনুলও সেই দাবির সঙ্গে একমত। তিনি বলেন, আমার মনে হয়, আইসিসির উচিত, এটা নিয়ে চিন্তাভাবনা করা। নিরপেক্ষ আম্পায়ারিং আবার ফিরিয়ে আনা উচিত। কোভিডের আগে যেমন ছিল তেমন। কভিডের কারণে মাঝে হয়নি। এখন তো কভিড নিয়ন্ত্রণে আছে। আবার নিরপেক্ষ আম্পায়ারিং ফিরিয়ে আনার উচিত। শুধু এই সিরিজে নয়, অনেক সিরিজেই এমন (ভুল আম্পায়ারিং) হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন