জামান-আতিক- জয়নালের নেতৃত্বে নিউ ওরিয়েন্টেল সপিং সেন্টারের নতুন পরিচালনা কমিটির নাম ঘোষনা

জিবি নিউজ২৪ || লন্ডন ||
সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারে প্রবাসীদের বিনিয়োগে প্রতিষ্ঠিত নিউ ওরিয়েন্টাল কোম্পেনীর নতুন পরিচালনা কমিটির গঠন করা হয়েছে। গত ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ইষ্ট লন্ডনের বাংলা টাউনের আমার গাঁও রেষ্টুরেন্টে পরিচালনা বোর্ডের বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। এসময় বিনিয়োগকারীরা ছাড়াও বৃটেনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ডিরেক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে ও ডিরেক্টর কাউন্সিলার আতিকুল হকের স ালনায় অনুষ্টিত সভায় কোম্পেনীর নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষনা করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে ডিরেক্টর জামান চৌধুরীকে চেয়ারম্যান, ডিরেক্টর কাউন্সিলার আতিকুল হককে ট্রেজারার ও ডিরেক্টর জয়নাল কোরেশীকে ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নাম প্রস্থাব করলে তা সর্বসম্মতি করে গৃহীত হয়। নতুন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী, সৈয়দ রুহুল আমিন, মোঃ সোহেলুল হক, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোঃ ফয়সল আহমদ, সৈয়দ মোস্তফা মোমেন, জিয়াউর রহমান, সৈয়দ সুবের আহমদ, মোহাম্মদ ফটিক মিয়া, মঞ্জুরুল ইসলাম, রোশনারা বেগম, আব্দুল মতলিব চৌধুরী, রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম, ও শানুর আলী। এখানে উল্লেখ্য যে ২০১৫ সালে উপরে উল্লেখিত ডিরেক্টরগণ এই কমপ্লেস্কটি ক্রয় করে নিউ ওরিয়েন্টাল সপিং স্টোর নামে যাত্রা শুরু করেন। দশতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে একটি বিলাস বহুল আবাসিক হোটেল, রেষ্টরেন্ট ও শতাধিক দোকান। বিনোয়োগকারীদের ১৫জনই বৃটেন প্রবাসী।