বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ আছর ঢাকা- সিলেট মহা সড়ক সংলগ্ন আউশকান্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বিলাল হোসেন তালুকদার, সিলেট বিভাগীয় সহ সভাপতি শেখ আয়ুব মিয়া। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আহবায়ক বুলবুল আহমেদ, বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর নবীগঞ্জ প্রতিনিধি বদরুল ইসলাম, ইউপি সদস্য সামছুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, কর্মচারী কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়া, প্রচার সম্পাদক সুমন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রাজেশ কান্তি ঘোষ, নবীগঞ্জ কল্যাণ সমিতির অর্থ সম্পাদক বকুল মিয়া, আইন বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক আবু তাহের, সিলেট বিভাগীয় সমিতির নির্বাহী সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান সহ উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সামাদ, সুয়েদ মিয়া, রুবেল মিয়া, রায়হান আলী, রিপন মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ক্রেস্ট প্রদান শেষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন