আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে
ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসব মূখর পরিবেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা
ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট
কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এলাকায় অস্থায়ী বিজিবি
ক্যাম্প স্থাপন হয়। প্রতিটি কেন্দ্রেই ছিলো র্যাব ও পুলিশের কড়া নজরদারী। কেন্দ্র গুলোতে পুরুষের তুলনায়
নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
১১টি কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে, পৃথক লাইনে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাড়িয়ে থেকে
নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রের ভেতর-বাইরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থায়।
একতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হায়দরপুর গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিন (১১০) তিনি তার ছেলের
কঁাদে ভর করে ভোট দিতে এসেছেন। জানতে চাইলে তিনি বলেন, এবার ভোটের পরিবেশ ভালো হওয়ায়
অসুস্থ থেকেই তিনি ভোট দিয়েছেন। আনুজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পছন্দের
প্রার্থীকে ভোট দিতে হুইল চেয়ারে আসেন ওই গ্রামের বাসিন্দা ইয়াছির আলী (৬৭)। শান্তিপূর্ন
পরিবেশ দেখে তিনিও সন্তোষ প্রকাশ করেছেন। হায়দরপুর গ্রামের আনা মিয়ার কলেজে পড়ুয়া কন্যা
তানজিনা বেগম ভোট দিতে এসে বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।
প্রতিটি নির্বাচনে এভাবে শান্তিপূর্ণ পরিবেশ থাকলে আগামী নির্বাচনেও ভোটারদের উপস্থিতি
আরও বাড়বে। ঝিগলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে পাওয়া যায় ছাতক থানার ওসি
(ভারপ্রাপ্ত) মিজানুর রহমানকে। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। কোন প্রকার বিশৃংখলা ছাড়াই
ভোট গ্রহন চলছে। নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান প্রার্থী উবায়দুল হক শাহীন ও লিক্সন মিয়া
নির্বাচনের পরিবেশ ও ভোট গ্রহন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিকেল ৪টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে
গড়ে ৬৪ শতাংশ ভোট কাষ্টিং হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, অনুষ্ঠিত নির্বাচনে ভাতগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত
প্রার্থী আওলাদ হোসেন মাস্টার (নৌকা) প্রতীকে ৫হাজার ৭৭টি ভোট পেয়ে বেসরকারী ফলাফল অনুযায়ী
তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত
হলেন ভাঁতগাঁও ইউনিয়নের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী লিক্সন মিয়া (ঘোড়া) প্রতীকে
পেয়েছেন ৩হাজার ৭শ’ ১৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উবায়দুল হক শাহীন (টেলিফোন) প্রতীকে
পেয়েছেন ২হাজার ৯শ’ ২৮ ভোট ও মোহাম্মদ কবির মিয়া (চশমা) প্রতীকে ২হাজার ৩শ’ ৯ ভোটপেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট
গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। এদিকে সদস্যা পদে ১০জন ও
সদস্য পদে ৪২জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে তাদের ফলাফল এখনো পাওয়া যায়নি। জানা
গেছে এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪শ’৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৪৯০ ও
নারী ভোটার ৯হাজার ৯৪৭জন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন