কুড়িয়ে পাওয়া শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করলো ছাতক থানা পুলিশ

gbn

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে//

ছাতকে কুড়িয়ে পাওয়া সেই প্রতিবন্ধি শিশুটিকে দীর্ঘ ১৮ঘন্টা প্রচেষ্টার পর তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার বেলা ৩টায় ছাতক থানার সেকেন্ড অফিসার (শিশু বিষয়ক কর্মকর্তা) উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম, উপ-পরিদর্শক আনোয়ার মিয়া, ও উপজেলা প্রবেশন কর্মকর্তার প্রতিনিধির সমন্বয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে। এসময় থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া জানান, শুক্রবার (১ অক্টোবর)  রাত ৯টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় বাকপ্রতিবন্ধি ওই শিশুটিকে কুড়ে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তিনি শিশুটিকে থানায় নিয়ে আসেন এবং দীর্ঘ ১৮ ঘন্টা প্রচেষ্টা শেষে শিশুটিকে শনাক্তের পর তার মা নিরালা বেগমের জিম্মায় প্রদান করেছেন।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, শনাক্ত পূর্বক সেই প্রতিবন্ধি শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে। শিশুটির নাম মেহেদি হাসান সুমন (১১)। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিককিলা গ্রামের খুরশিদ আলমের পুত্র। সুমন তার মা ও ভাইয়ের সাথে বসবাস করে আসছিলো সিলেটের পীর মহল্লার বনকলাপাড়ায়। গত ১ অক্টোবর সকালে তাদের সিলেটস্থ ভাড়াটিয়া বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল বলে জানা গেছে। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন