মৌলভীবাজার ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

৩৩৩ নম্বরে কল দিয়ে করোনাকালীন চাল,ডাল,তৈল,আলু,পেঁয়াজ,লবন,সাবান সহায়তা পেয়েছেন মৌলভীবাজারের ৩ হাজার ৭শ৭৪ পরিবার।

মঙ্গলবার(১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপিত বিধি নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তাপ্রদানে বর্তমান সরকার বদ্ধপরিকর। এরূপ পরিস্থিতিতে মানবিক সহায়তার পাশাপাশি ৩৩৩ নম্বরে অনুরোধকারীদের খাদ্য সহায়তা প্রদান বর্তমান সরকারের আরও একটি অনন্য উদ্যোগ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল হতে ১৬ আগস্ট পর্যন্ত মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় ৩৩৩ নম্বরে কল সংখ্যা প্রায় ৪ হাজার। এর মধ্যে থেকে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ প্রাপ্ত কলের ভিত্তিতে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৭৭৪ টি পরিবার এবং ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন