প্রকৌশলী এম এ কাদির এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ এর সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জের কৃতিসন্তান,পতনঊষার ইউনিয়নের গোপিনগর গ্রামের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম এ কাদির বার্ধক্যজনিত কারণে ও আল্লাহর হুকুমে অদ্য ০১/০৮/ ২০২১ ইং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭: ১৩ মিনিটে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করিয়াছেন।
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
কর্ম ক্ষেত্রে ও পারিবারিক ভাবে প্রয়াত প্রকৌশলী এম এ কাদির সফলতার স্বাক্ষর রেখেছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট রিজনের। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মৌলভীবাজার জেলা সমিতি সিলেট। তার ছেলেরা দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
শোকবার্তায় উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন