সারাদেশের ন্যায় ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলা সহ আউশকান্দিতে ৩৪টি মামলদয় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা

gbn

বুলবুল আহমদ, নবীগঞ্জ( হবিগঞ্জ)  থেকে:

সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকারি বিধি নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩৪টি মামলায় ১৭হাজার ৫শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার সহ আরো অনেক হাট বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ অভিযান পরিচালনা করেন। যারা স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘুরাফেরা করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮/২৬৯ ও সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী  মোবাইল কোর্ট পরিচালনা করে উল্লেখিত অর্থদন্ড করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

এদিকে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি শহীদ কিবরিয়া চত্তরে সকাল থেকে নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও এসআই কামাল এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে দুটি পুলিশ চেক পোষ্ট বসিয়ে কোন কারাণ ছাড়া মোটরসাইকেল, কার, লাইটেস, পিকআপ ও সিএনজি আটক করে তাদের চাকার বাসাত ছাড়তে দেখা যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন