জিবি নিউজ প্রতিনিধি////
সুনামগঞ্জের দিরাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে পৌর শহরের সুজানগর গ্রামে বাবার কবর স্থানের পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন সোহেল। এমন সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাবেক কাউন্সিলর ও যুবলীগের এই নেতা দিরাই পৌর শহরের সুজানগর গ্রামের মৃত আব্দুল মুছব্বির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন