আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের সুরমা গেইটে হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিষ্ট্রেশনবিহীন সহ অতিরিক্ত ৩ জন ছড়ে যাওয়ার অপরাধে এক সাংবাদিকের গাড়ি আটক করা হয় । সাংবাদিক উত্তেজিত হয়ে সিলেটের মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট নুরুল আফসার ভূইয়ার বিরুদ্ধে অনলাইন পোর্টালের এক সাংবাদিক  ফেসবুক পেইজ থেকে লাইভ করেন এবং পুলিশের নানা দোষ ত্রুটি তুলে ধরা চেষ্টা করেন।  
ফেসবুকে অপপ্রচারের ঘটনায় ফয়ছল কাদিরের বিরুদ্ধে শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং- ৫) রোববার (১১ জুলাই) দায়ের করেছেন সার্জেন্ট মো. নুরুল আফসার।
উল্লেখ্য যে, ৯ জুলাই (শুক্রবার) সিলেট শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়ার নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে লকডাউনকালীন ডিউটি পালন করছিলেন একদল পুলিশ সদস্য। বিকেল সাড়ে ৪টার দিকে জালালাবাদ ক্যান্টনমেন্টের দিক থেকে আসা সিলেট শহরমুখী  হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামিয়ে চালক ফয়ছল কাদিরের নিকট গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চায় পুলিশ। এসময় তিনি গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন না করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন।
এতে সার্জেন্ট মো. নুরুল আফসার তখন মোটরসাইকেলটি রেকার স্লিপের মাধ্যমে জব্দ করেন এবং অতিরিক্ত যাত্রীবহন, হেলমেটবিহীন আরোহন, রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালনার অপরাধে মামলা দায়ের দেন এবং মোটরসাইকেলটি পুলিশ লাইন্সে প্রেরণ করেন।
এ বিষয়কে কেন্দ্র করে ফয়ছল কাদির ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় ১৯ মিনিট লাইভ করে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করে অস্থির ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করেন। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন