চাঁপাইনবাবগঞ্জে ২৪২ নমূনায় ৩৩ জন শনাক্ত,শনাক্ত হার ১৩.৬৩ শতাংশ,উপসর্গ নিয়ে মৃত্যু ৪

gbn


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ২৪২টি নমূনার দুই  ধরণের পরীক্ষায় নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা বিবেচনায় শনাক্ত হার ১৩.৬৩ শতাংশ।মঙ্গলবার ৬ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ১১৫টি নমূনার ফলাফলে ১৮ জন শনাক্ত হন।শনাক্তের হার ১৫.৬৫ শতাংশ। এদিন জেলাব্যাপী ১২৭ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৫ জন  শনাক্ত হন। শনাক্ত হার ১১.৮১ শতাংশ।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত সোমবার(৫ জুন) জেলায় ২৩৭টি নমুনা পরীক্ষায় ৩০ জন শনাক্ত হন। শনাক্ত হার ১২.৬৫ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ৫৪টি নমূনার ফলাফলে ১০ জন শনাক্ত হন। শনাক্ত হার ১৮.৫১ শতাংশ।
এ দিকে জেলা হাসপাতালের করোনা  ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার বলেন,গত সোমবার রাত ৯টা থেকে  মঙ্গলবার  রাত ৮টা  পর্যন্ত হাসপাতালে উপসর্গ নিয়ে  ৪ জনের মৃত্যু হয়েছে।এদের ৩ জন সদর  ও ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের ২ জন পুরুষ ও  ২ জন নারী।  ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন