
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রবীন স্কলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মুহাম্মাদ আবু লায়লা ছাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। শোক বার্তায় দুধরচকী বলেন, প্রফেসর ডক্টর মুহাম্মাদ আবু লায়লা ছাহেব আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ল্যাংগুয়েজ এন্ড ট্রান্সলেশন এর একজন প্রবীন স্কলার।তিনি ২০০৪ সালে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)র আমন্ত্রণে সিলেটে এসেছিলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল কোরআনের খাদেম এর মৃত্যুতে দুধরচকী গভীর দু:খ প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন উঁচু মাপের দ্বীনের এক খাদেমকে হারালাম। দোয়া করি মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আমিন। দুধরচকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন