সিলেট সিলেটে যাত্রা শুরু ‘হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল’র

জিবিনিউজ24 ডেস্ক:
জমকালো আয়োজন চারিদিকে। যেন মন মাতানো আনন্দযজ্ঞ। বিভিন্ন রাইডের খুশিতে উন্মাতাল শিশু-কিশোররা। এমন এক আনন্দঘন দিন ছিল শুক্রবারে এক্সেলসিয়র সিলেটে।
সবুজ প্রকৃতি ভেদ করে গড়ে ওঠা এক্সেলসিয়র সিলেটে মাসব্যাপী শুরু হয়েছে ‘হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল’। ‘হাইক’ মাসব্যাপী এই অনুষ্ঠানে ৫০% ছাড় দিয়ে তাদের সমুদয় পণ্য বিক্রয় করছে। এতে থাকছে নারী পুরুষের নান্দনিক পোশাক ও দেশি- বিদেশি ডিজাইনারদের এক্সক্লুসিভ ড্রেস।
শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া ‘হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল’ ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এদিন বাহারি আলোকসজ্জা সান্ধ্য অনুষ্ঠানে এনেছিলো নান্দনিকতার ছোঁয়া। শীতের আমেজকে আনন্দময় করে তুলতে এখানে রয়েছে পিঠা-পায়েসসহ হরেক রকম মজাদার খাবারের মহা সমারোহ।
প্রাকৃতিক পরিবেশে মায়াবী হরিণ, বিশালাকার হাতি ও ঘোড়ায় চড়ার দৃশ্য খুবই উপভোগ্য। শিশুদের আনন্দ বাড়িয়ে দিয়েছে প্যাডেল বোট, বাম্পার কার সহ বিভিন্ন রকম রাইড। আর টিকেটের র্যাফেল ড্র তে মিলবে গাড়ি, মটর সাইকেল, স্মার্টফোনসহ আরো অনেক পুরস্কার।
মাসব্যাপী আয়োজনে থাকছে দেশসেরা মডেল দ্বারা পরিচালিত ‘হাইক ফ্যাশন শো’। লাইভ কনসার্টে থাকছেন বাংলার মাইকেল জ্যাকসনসহ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।