হবিগঞ্জ প্রতিনিধি :
আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ আসছেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, সদস্য সচিব, শিক্ষক সমাজের আপোষহীন নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ জোট নেতৃবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসায় এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর নয়মৌজা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আফজল হোসেন তালুকদারের সভাপতিত্বে জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারিগণ উপস্থিত ছিলেন। সভায় আজিজীর সভাকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীনকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে । প্রত্যেক উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার ৪ জন করে প্রতিনিধি থাকবেন প্রস্তুতি কমিটিতে।
অন্যান্যের মধ্যে আজকের সভায় উপস্থিত ছিলেন সইদপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী আক্কাস মোল্লা, নবীগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মুজতাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলী আমজাদ, হবিগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিমুল হাসান চৌধুরী, উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বানিয়াচং রত্না উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের , প্রধান শিক্ষক আহসান হাবীব মানিক, শরিফাবাদ দাখিল মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুদ্দিন, চুনারুঘাট পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের সানু, কুতবুল আউলিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ফজলুর রহমান, চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ জামাল আহমদ, চলিতার আব্দা আফসার তালুকদার মহিলা মাদ্রাসার সুপার হাবীব আহমদ তালুকদার, শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক মিয়া, রিচি মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি তাহির উদ্দিন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম , হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন