ফকিরহাটে প্রতিবন্ধী ছাত্রকে  নির্যাতন : শিক্ষক বরখাস্ত 

gbn

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের আল জামিয়াতুল আরাবিয়া ধনপোতা মাসকাটা দারুল উলূম মাহমুদিয়া ও ইয়াতিম খানায় এক শিক্ষক কর্তৃক প্রতিবন্ধী ছাত্র জিহাদ শেখ (১২) কে অমানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (২০জুন) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আঃ রহিমকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। নির্যাতিত ছাত্রের পিতা মাসকাটা গ্রামের মোঃ সেলিম শেখ জানান, উচ্চারনে ভূল হওয়া সহ বিভিন্ন অজুহাতে জিহাদ শেখকে গত ৩ দিন ধরে বিভিন্ন সময়ে মারপিট করেছে ওই শিক্ষক। সর্বশেষ তাকে শনিবার দুপুরের দিকে পুনঃরায় মারপিট করা হয়। ঘটনাটি জিহাদ তার পরিবারকে জানায়, এরপর জিহাদকে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এছাড়া এব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই ছাত্র জিহাদ শেখ জানায়, সে ডান চোখ দিয়ে দেখতে পাইনা, যে কারনে সে প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকে। এছাড়াও তার দাঁতে সমস্যা জনিত কারনে অনেক সময় ঠিকমত উচ্চরণ হয় না যে কারনে উক্ত শিক্ষক তাকে মারপিট করে বলে অভিযোগ করেছে। তবে অভিযুক্ত শিক্ষক হাফেজ আ: রহিমকে মাদ্রাসায় পাওয়া যায়নি। এ ব্যাপারে মাদ্রাসা সুপার আব্দুল হাই বলেন, বিষয়টি জানার পর উক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক এর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন