ইনস্টাগ্রাম থেকেও নিখিলকে ‍মুছে ফেললেন নুসরাত

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

স্বামী নিখিলকে অস্বীকারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছেন টালিউডের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। তুরস্কে বিয়ে ও বিয়ের পরে নিখিলের সঙ্গে যতো যুগল ছবি ছিলো সব মুছে দিয়েছেন তিনি। তার ইনস্টাগ্রামে ঢুঁ মারলে যে কেউ সেটির প্রমাণ দেখতে পারবেন। খবর: জিনিউজ।

নিখিলের সঙ্গে যে ভাঙা সংসার আর জোড়া লাগবে না সেটি বোঝা যায় বুধবার (৯ জুন) নুসরাতের বক্তব্য থেকে। এদিন নুসরাত বলেন, নিখিলের সঙ্গে তার কোনোদিন বিয়ে হয়নি। তারা কেবল লিভ টুগেদার করেছেন। তাই তাকে আনুষ্ঠানিক তালাক দেওয়ার প্রয়োজন নেই।

 

আর তারপরেই অভিনেত্রীর বক্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়ায়। এবার ইনস্টাগ্রাম থেকে নিখিলের সঙ্গে বিয়ের সব ছবি সরালেন নুসরাত।

২০১৯ সালের লোকসভা ভোটে জেতার কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তুরস্কে তাদের বিয়ে হয়। বিয়ের ছবি ভাইরাল হয় নেটজগতে। কিন্তু গতকালের মন্তব্যের পর অ্যাকাউন্ট থেকে সব ছবি সরিয়ে ফেলেছেন নুসরাত।

রথযাত্রায় ইসকনের মন্দিরে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা মিললো না। কেবল হানিমুনে নিখিলের তুলে দেওয়া কয়েকটি ছবিই রেখেছেন নুসরাত।

প্রসঙ্গত, তুরস্কে বিয়ে সম্পর্কে বুধবার নুসরাত বলেন, তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত সিদ্ধ নয়। নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।

টালিউড সেনসেশন নুসরাতের সব গয়না, জামাকাপড়ও নিখিলের কাছেই রয়েছে বলে দাবি নুসরাতের। মুখ খুলেছেন নিখিল জৈনও। তিনি জানান, আমার বিরুদ্ধে নুসরাত যা অভিযোগ এনেছে আমার শুনে খারাপ লাগলো, মানুষ হিসাবে খারাপ লাগারই কথা, কিন্তু আমি ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না। যা হয়েছে তা সবারই সামনে ঘটেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন