চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রী

gbn

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিশমা শর্মা। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। এ ঘটনার পর হাসপাতালে ভর্তি হতে হয় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ সিনেমার এ অভিনেত্রীকে। নিজেই সে কথা জানালেন কারিশমা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। ভয়াবহ দুর্ঘটনার কারণে মাথায় চোট পেয়েছেন অভিনেত্রী। বুধবারের ঘটনা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তারপরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিৎ হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।’

 

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, তার শরীরে ক্ষততে ভরে গিয়েছে। পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে বলেও জানিয়েছেন তিনি। কারিশমা আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’ অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

‘হোটেল মিলান’, ‘ফস্‌তে ফসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্‌’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কারিশমা। তিনি দেখা একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন