মোফাদ আহমেদ।।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি তে বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা।
বিক্ষোভ মিছিল টি সিকান্দার আলী সড়ক থেকে বের হয়ে এম সাইফুর রহমান রোড পদক্ষিন করে চৌমুহনা পয়েন্টে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্বে দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাযহারুল ইসলাম মহসিন,১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী ঝুমা,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইহাম মোজাহিদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুহিত, দিপক সরকার পাপন,সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হায়াতুল ইসলাম রাহি, যুগ্ম আহবায়ক মোস্তাকিম আহমদ টিটু, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফজাল মামুন নাহিদ, আব্দুল হাকিম, সজিব কান্তি দাস,জাবেদ ইমাম অপু ,ইমরান আহমদ, আলামীন মুন্না,কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, শাহ মোস্তফা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান, সদস্য সচিব মেহেদী হোসেন অপি, সদর উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক,সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, আব্দুল হামিদ রনি, সামাদ ইসলাম, মারজান আহমদ, প্রমুখ।।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহবান জানান।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি তে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন