মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন

gbn

মৌলভীবাজার প্রতিনিধি ॥

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ৫ জুন থেকে মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পইনে জেলায় মোট ২ লক্ষ ৪৩ হাজার ৫১৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ২৬ হাজার ৫৭১ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লক্ষ ১৬ হাজার ৯শ ৪৮ জনকে খাওয়ানো হবে।
এ লক্ষ্যে ১ জুন গতকাল মঙ্গলবার দুপুওে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে এ ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে এ তথ্য জানানো হয়। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে। ২৪৫ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী কাজ করবেন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করেন ডাঃ রবিউল সানি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন