এস এম ফজলুঃ
মৌলভীবাজার শহরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬৯ জনের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর আগে শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। তারা সবাই শহরের পাড়ায় পাড়ায় এবং গ্রামে গ্রামে প্লাস্টিক পণ্য ফেরি করে বিক্রি করতো। গত ৩১ মে চিহ্নিত করার আগ পর্যন্ত তারা জেলাজুড়ে পণ্য ফেরি করে বেড়িয়েছেন। এদিকে তাদের মধ্যে ভারতীয় ধরন আছে এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু পরিবার মৌলভীবাজার শহরতলীর বড়কাপন ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় বসবাস করে ফেরি করে মৌসুমী ফল ও প্লাস্টিক পণ্য বিক্রি করেন। রোজার ঈদে তারা চাঁপাইনবাবগঞ্জ বাড়ি গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন শ্রীমঙ্গলে ফেরার পর গত শনিবার (২৯ মে) পরিবারের সদস্যসহ ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তখন ১২ জনের করোনা শনাক্ত হয়। তাদেরই দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের বড়কাপনে ৬১ ও চাঁদনীঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরো ৮ জনকে শনাক্ত করা হয়। গত সোমবার (৩১ মে) তাদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (০২ জুন) নমুনার ফলাফলে ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, তারা সবাই আইসোলেশনে আছেন এবং বাড়ি লকডাউনে আছে। বুধবার (০২ জুন) মোট ১১৯টি নমুনার মধ্যে ২৩টি রিপোর্ট পজেটিভ আসে। সংক্রমণের হার ১৯.৩০%। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১৭ জন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন