২০০ বছর পর মাটির রাস্তা পেয়ে খুশি গ্রামবাসী

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার ও বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠি গ্রামের শতাধিক পরিবারের স্বপ্ন পূরণ হলো। ২০০ বছর পর চলাচলের সুবিধার জন্য একটি রাস্তা পেল তারা।

জানা গেছে, বিলের মধ্যে বসতবাড়ি নির্মাণ করে ২০০ বছর ধরে বাস করছিলো গ্রামবাসীরা। কিন্তু তাদের যাতায়ায়াতের জন্যে ছিল না কোনো সুব্যবস্থা। শুকনো মৌসুমে পরিবারগুলোর যাতায়াতের পথ ছিলো জমির আইল। আর বর্ষার মধ্যে যাতায়াত করতে হতো ডিঙ্গি নৌকা, তালের ডোঙ্গা কিংবা ভেলায় চড়ে।

 

তবে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের মাধ্যমে বিলের ওই পরিবারগুলোর কষ্ট দূর করা হয়েছে এবং তারা বেশ খুশি বলে জানিয়েছে।

বাঘার গ্রামের বাসিন্দা হরলাল রায়, শরৎ বিন্দু রাণী, মানিক লাল ব্যাপারী, কলেজছাত্রী মৌমিতা ব্যাপারী, সুপ্রিয়া হালদার জানান, গত ২০০ বছর আগে তাদের পূর্ব পুরুষরা বাঘার বিলের মধ্যে বসতি নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের যাতায়াতের জন্য ছিলো না কোনো রাস্তা। এমনকি বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করা কষ্টকর হওয়ায় কোনো জনপ্রতিনিধিই এতো দিন এগিয়ে আসেননি।

সম্প্রতি মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর কাছে বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের দাবি করেন এলাকাবাসী। শেষ পর্যন্ত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেড় কিলোমিটারের মাটির রাস্তা নির্মাণ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার ইউনিয়নের বাঘার গ্রামের ও নিকটবর্তী বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের প্রায় শতাধিক পরিবার দীর্ঘ ২০০ বছরেরও বেশি সময় যাবৎ বিলের মধ্যে বসবাস করে আসছে। পরিবারগুলোও দুই গ্রামের মূল সড়ক থেকে বিছিন্ন ছিলো। তাই ওই পরিবারগুলোকে গ্রামের মূল সড়কের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে রাস্তা নির্মাণ শুরু করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন