সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের উর্দ্বমুখী সম্পসারণ (২য়ও৩য় তলা) ভবনের শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
শুক্রবার বিকালে শিক্ষা প্রকেশলী অধিদপ্তরের নির্মাণাধীন ১ কোটি টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনিনঐ বিদ্যালয়ের কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় ভবন বরাদ্দ দিয়েছি।
ইতিমধ্যে শত কোটি টাকার উপরে ভবন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। আরও শত কোটি টাকার উপরে ভবন নির্মান কাজ চলমান রয়েছে, শিক্ষা অবকাঠামোর কোন সমস্যা থাকবেনা, আপনাদের কথা দিতে হবে আপনারা শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে হবে। আমি বিশ্বম্ভরপুরের সুশীল সমাজের প্রতি আহবান রাখছি আপনারা উদ্যোগ নিন কিভাবে আমরা বিশ্বম্ভরপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারি, আমিও থাকবও আপনাদের পাশে।আমি আলোকিত বিশ্বম্ভরপুর চাই। আমি চাই বিশ্বম্ভরপুর শিক্ষার আলোতে আলোকিত হবে।
তিনি আরো বলেন, শিক্ষা ও যোগাযোগে আমি বিশ্বম্ভরপুরে পরিবর্তন আনতে কাজ করছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি হাওরে ব্যাপক উন্নয়ন উপহার দিচ্ছেন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পারভেজ আহমদ, উপ- সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলী খান, ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলেমান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠণিক সম্পাদক আব্দুল কাদির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হকে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমদ মানিক, সহকারী শিক্ষক গোলাপ মাস্টার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস জাতীয় পার্টি নেতা হাবিলদার মোর্শেদ মিয়া ডাঃ চান মিয়া বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ জাপা নেতা হিফজুর মিয়া হোসেন আহমদ আওয়ামীলীগ নেতা মতি মিয়া বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান কাজী ইলিয়াস ফয়েজ সিরাজুল ইসলাম মাস্টার প্রমূখ।
এর আগে তিনি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একতলা ভবনের শুভ উদ্বোধন করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন