এস এম ফজলুঃ
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান।
জেলা যুবলীগের সহ-সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমাম সুমনের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মুহিবুর রহমান কাবুল, মুজিবুর রহমান মুজিব, আনোয়ার হোসেন, শামীম আহমদ, সুজিত চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক পান্না দত্ত ও আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাস যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ, হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, গৌছ উদ্দিন নিক্সনসহ জেলা নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয়।
এরপর চৌমোনাস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে তৈরী খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন