রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
গ্লোবাল সোস্যাল এন্ড কালচারল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে অসুস্থ শারমিন আক্তার কে চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার ( ৩১ আগষ্ট) সকাল ১১ঃ৩০ মিনিটে পৌরসভার হলরুমে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস এর উপস্থাপনায় ও মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারমিন আক্তার এর মা-বাবার হাতে নগদ অর্থ তুলে দেন পৌর মেয়র ফজলুর রহমান।
উক্ত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ফয়সল আহমদ,দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ,প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মহসীন পারভেজ, কাউন্সিলর জালাল আহমদ, পৌর সচিব ইসহাক ভুঁইয়া সহ আরও অনেকে।
তথ্য সূত্রে জানা যায় শারমিন আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। শারমিন আক্তার এর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া গ্রামে।শারমিনের বাবা মৌলভীবাজার পানসী রেস্তোরাঁয় চাকরি করেন। উনার একার রোজকারে পরিবারের খরচা,খাবার-দাবার চালানো সম্ভব হয় না। এমতাবস্থায় বড়ো মেয়ে শারমিন আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরেন। শারমিনে চিকিৎসার খরচ চালাতে হিমসিম খেয়ে পরেন বাচ্চু মিয়া।
শারমিনের বাবা বাচ্চু মিয়া বলেন গ্লোবাল সোস্যাল এন্ড কালচারল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সবার জন্য আমি এবং আমার পরিবার দোয়া করবো সবসময় আল্লাহ যেনো তাদের রোজকারে বরকত দেন এবং দীর্ঘ হায়াত দান করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন