এস এম ফজলুঃ
২৯/০৮/২০২০ইং তারিখে বিকাল ০৫:০০ ঘটিকার সময়, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" মৌলভীবাজার এর উদ্যোগে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান "বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান" স্বরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভায় সংগঠনের সভাপতি জনাব আকিকুর রহমান নোমান-এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু নয়ন কান্তি দেব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী, সাবেক ডেপুটি কমান্ডার জনাব আনোয়ার খান ও মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
বক্তব্য রাখেন: "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" মৌলভীবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন, জেলা শাখার অন্যতম সদস্য বোরহান উদ্দিন, সামছুল হক, তানভীর আহমেদ, টিপু দত্ত।প্রমুখ
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান ছিলেন নেতা গড়ার কারিগর। তাহার হাতে গড়া নেতারা সংসদ সদস্য সহ মন্ত্রী হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজার জেলাবাসী রাজনৈতিক অঙ্গনে একজন অবিভাবক হারিয়েছে। উনার শুন্যস্থান কখনো পূরণ হবার নয়।
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান ইতিহাস হয়ে থাকবেন।
পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে ও বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমানের রুহের মাহফেরাত কামনায় দোয়া করে সভার সমাপ্তি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন