সিলেটের জাফলংয়ে টিলা ধসে হতাহতের ঘটনায় হত্যা মামলা

জিবিনিউজ24 ডেস্ক:
সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে হতাহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নিহত নারী শ্রমিক শম্পা দাস চম্পার মা রেখা দাস মামলাটি দায়ের করেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোয়ারি মালিক খলিলুর রহমানকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়েছে। খলিলুর রহমানের অংশীদার নান্নু মিয়াসহ ৬ জনের নামোল্লেখ করে করা মামলাটির অন্য ৫ আসামি অজ্ঞাত। এ ঘটনার পর পরই নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেশের অন্যতম বড় পাথর কোয়ারি জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকার কোয়ারি টিলা ধসে নারী শ্রমিক শম্পা দাস চম্পা (১৮) নিহত হন। এ সময় আহন হন জুথি বিকাশ সরকার (৪৫), তার ছেলে দিপ্ত সরকার (১৪) ও ভাই অজিত সরকার (২২)। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।