Bangla Newspaper

রাজনৈতিক বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া- নজরুল ইসলাম

71

জিবিনিউজ24 ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোনো আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে।

নজরুল ইসলাম বলেন, জনগণের ওপর ভরসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ খালেদা জিয়া দিয়েছেন তা গ্রহণ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি খালেদা জিয়া জানিয়েছেন তা জনগণের দাবি। প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

Comments
Loading...