মৌলভীবাজারের হাটবাজার সুপার শপকে জরিমানা

gbn

   জিবিনিউজ 24 ডেস্ক //

পণ্যের গাঁয়ে মূল্য লেখা ছিলো ৪০০ টাকা কিন্তু মূল্য পরিশোধ করার সময় ৪২৫ টাকা নেওয়া হয় এমন অভিযোগ এনে সৈয়দ উসামা বেরীর পাড় রোডে অবস্থিত হাটবাজার সুপার শপের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিষ্পত্তির লক্ষে প্রধান কার্যালয় কর্তৃক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানীতে হাটবাজার সুপার শপের মালিক জাহেদুল করিম মনু উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে হাটবাজার সুপার শপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ হাটবাজার সুপার শপের মালিক জাহেদুল করিম মনু তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী সৈয়দ উসামাকে জরিমানার ২৫% অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন