উয়িন্ডসর প্রবাসী আব্দুল কাইয়ুমের অকাল মৃত্যুতে ভার্চুয়াল শোকসভা

gbn

উয়িন্ডসর, কানাডা, এপ্রিল ৪: আজ রাতে উইন্ডসর প্রবাসী বাংলাদেশিদের  সেবায় সদা প্রস্তুত ও নিবেদিত প্রাণ  আব্দুল কাইয়ুমের অকাল মৃত্যুতে এক ভার্চুয়াল শোকসভা অনুষ্টিত হয়.
গত ৩রা এপ্রিল আনুমানিক বিকেল ৫ টা (ইস্টার্ন টাইম ) বাংলাদেশের  পিজি হসপিটালে চিকিসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তিকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন) .  আব্দুল কাইয়ুম প্রাণঘাতী কোবিদ-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মাত্র  দুই সপ্তাহ আগে তিনি বাংলাদেশে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন।
আব্দুল কাইয়ুমের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অৰ উয়িন্ডসর এর সাবেক
সভাপতি ছিলেন।
মোহাম্মদ রাশেদ রুমি, জেনারেল সেক্রেটারি , BCAWE অনুস্টানটি  পরিচালনা করেন স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াহিয়া মোল্লা প্রেসিডেন্ট, BCAWE.
বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিটের নির্বাহী ও ডিভ[র্স উইন্ডসর সম্পাদক দেলোয়ার জাহিদ, সর্ব্বজনাব মেসবাহ, শামসুল, আমিনুল ইসলাম, সাইফুল ভূইয়াঁ, এস জামান, আনোয়ার কামাল, মারুফ মনোয়ার, চন্দন, এম রহমান, শাহীমুল, ফিরোজ, শামীম,
রুনা শারমিন, আবির রহমান, তুহিন, শাহআলম, ইফতেখার বাসিত, আবুল কালাম, মশিউর,আকবর, ফজলে বাকী, গাজী, ইভান, জুবায়ের, ফৌজিয়া সহ আরো অনেকে।

মরহুম আব্দুল কাইয়ুমের রুহের মাগফেরাত কামনা করে দুআ করেন জনাব আখলাক। সভা থেকে সকল বক্তা মরহুম এর পরিবারকে শোক ও সমবেদনা জানিয়ে সকল প্রকার সহযুগিতার আশ্বাস জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন