হেফাজতের বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ শুরু

gbn

জিবি নিউজ ডেস্ক ।।

নরেন্দ্র মোদির সফরবিরোধী কর্মসূচি ও হরতালে সারাদেশে হেফাজত কর্মীদের পুলিশি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ করছে সংগঠনটির নেতার্মীরা। আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজ শেষে ১টা ৪০ মিনিটের দিকে মসজিদের উত্তর পাশের গেটে সীমানার ভেতরে সিঁড়িতে অবস্থান নেয় তারা। সমাবেশে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

জুমার নামাজের আগে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই নিরাপত্তা নেয়া হয়েছে যেন হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না হয়। পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র‍্যাব সদস্যরা। পুলিশ মোতায়েন করা হয়েছে বায়তুল মোকাররম উত্তর গেটেও। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়াযানসহ কারাভান।

গেলো শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররমে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।

 

সূত্রঃবিডি২৪লাইভ ডট কম

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন