শেরপুর মুসলিম যুবসংঘের পক্ষ থেকে কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রোহেল আহমদ কে সম্মাননা স্বারক প্রদান

মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরের ঐতিহ্যবাহী ইসলামী সংঘটন, শেরপুর মুসলিম যুব সংঘের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক,দানশীল ব্যক্তিত্ব কুয়েত প্রবাসী রোহেল আহমদ কে গত ( ৩০ সেপ্টেম্বর) সোমবার সম্মাননা স্বারক প্রদান করা হয়।
উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে শেরপুর মুসলিম যুব সংঘের সাধারন সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় ,সভাপত্বিত করেন শেরপুর মুসলিম যুব সংঘের সভাপতি রাজন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন,মুসলিম যুব সংঘের উপদেষ্টা মো আশাহিদ আলী রিফাত,মোঃ মোস্তাক আহমদ,শেরপুর মুসলিম যুব সংঘের সাবেক সহ– সভাপত মোঃ আজিজ আহমদ.সহ – সভাপতি:মোঃ জাহাঙ্গীর খান,সহ – সভাপতি:মোঃকাওছার আহমদ,সহসভাপতি মো:- আলমগীর হোসেন,সহ সভাপতি ফরহাদ হোসেন দিপু,সহ সভাপতি সামন আহমদ,সহ সভাপতি জাবেদ আহমেদ,সহ সাধারন–সম্পাদক সবুজ মিয়া,সহ সাধারন–সম্পাদক বেলাল আহমদ,সহ– সাধারণ সম্পাদকঃইমরান আহমদ,সাংগঠনিক–সম্পাদক ,মোঃ রাসেল আহমদ (ইমন),সহ সাংগঠনিক–সম্পাদক মোঃ মোফাদ আহমদ, অর্থ সম্পাদক রুমন আহমদ,সহ অর্থ সম্পাদক রায়হান খাঁন,সদস্য মোঃ জয় আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদিপুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ এর সুযোগ্য পুত্র ইকবাল হোসেন সুমন,বিশিষ্ট রাজনীতিবীদ হোমায়েল আহমদ ও শেরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরিয়ম টেলিকম এর স্বতাধিকারী জনাব শাহজাহান আহমদ।