আসন্ন রমজান শুরুর সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই জানিয়েছেন জ্যোতির্বিদরা। এবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন।
ইব্রাহিম আল-জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। ওই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে।
ফলে খালি চোখে এটি আর দেখা যাবে না। তাই ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। আর ২০ মার্চ, শুক্রবার আরবে ঈদুল ফিতর হবে।
সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে আগামী বছর রমজানের শুরুর কয়েক দিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।
রমজান যত শেষের দিকে যাবে এই সময় তত বাড়বে। এটি বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে।
যদিও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দেয়।
যেহেতু সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন