হোয়াইট হাউসে এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি : ট্রাম্প

gbn

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রথম রাতের অভিজ্ঞতাকে ‘অবাস্তব বা স্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন।

এই সপ্তাহে হোয়াইট হাউসে ধনকুবের দাতাদের জন্য আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে জয়ের পর প্রথম রাতে আমি মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের আবাসিক করিডরে দাঁড়িয়ে ছিলাম, আর লিংকন বেডরুমের দিকে তাকিয়ে ভাবছিলাম—এটা সত্যিই অবিশ্বাস্য। আমরা এখন হোয়াইট হাউসে, আর ওটা লিংকনের শয়নকক্ষ! এই ব্যাপারটা মেনে নিতে কিছুটা সময় লাগে।’

তিনি আরো বলেন, ‘আমি এখনো হয়তো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি।

এটা এক বিশেষ জায়গা। কী বলব, আমাদের এটি যত্নে রাখতে হবে।’

 

নৈশভোজে ট্রাম্প জানান, তিনি লিংকন মেমোরিয়ালের সামনে একটি ‘বিজয় তোরণ’ নির্মাণ এবং হোয়াইট হাউস সংস্কারের পরিকল্পনা করেছেন, যার মধ্যে ২০০ মিলিয়ন ডলারের একটি নতুন বলরুমও থাকবে—যা ওই অনুষ্ঠানের ধনী অতিথিরা অর্থায়ন করছেন।

এ ছাড়া তিনি হোয়াইট হাউসের পশ্চিম কলোনেডে ‘প্রেসিডেনশিয়াল হল অব ফেম’ তৈরি করেছেন এবং রোজ গার্ডেন পুনর্নির্মাণ করেছেন— যেখানে ঘাস সরিয়ে পাকা পথ ও বসার জায়গা যুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি বিস্ট জানিয়েছে।

 

হোয়াইট হাউসের দক্ষিণ-পূর্ব কোণের দ্বিতীয় তলায় অবস্থিত লিঙ্কন বেডরুমটি আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। নাম থেকে মনে হতে পারে আব্রাহাম লিংকন এখানে বিশ্রাম নিতেন, কিন্তু ঐতিহাসিক দলিল প্রমাণ করে—তিনি কখনো এই কক্ষে ঘুমাননি। তার রাষ্ট্রপতিত্বের সময় এই ঘরটি মূলত অফিস ও সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, যেখানে লিংকন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করতেন এবং যুদ্ধকালীন নথিপত্র লিখতেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন