স্পেন বিএনপির ৭ই নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

বকুল খান, স্পেন থেকে ||
শহীদ জিয়া শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই নন, একই সাথে বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগকেও পুন:জন্ম দিয়েছেন।

সভায় বক্তারা বলেন, আজকের ৭ই নভেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসীদের, কোন বাঙ্গালী জাতীয়তাবাদদের নয়। যারা বিএনপির মুখোশ পড়ে তাবেদারী রাজনীতি করে দলের ক্ষতি করে যাচ্ছে, তাদের জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবস করার অধিকার নেই।
তারা আরও বলেন, সময় এখনি, শহীদ জিয়ার র্আদশে অনুপ্রানিত হয়ে দেশের গণতন্ত্র মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে প্রবাস থেকে কঠোর কর্মসূচী দিতে হবে। যার ফলে দেশের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।