হেফাজতের হরতালের তেমন কোন প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জে



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হেফাজতের ডাকা রোবারের(২৮’মার্চ) হরতালের তেমন কোন প্রভাব পড়েনি। কোথও পিকেটিং,মিছিল  বা অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যায় নি। দিনব্যাপী প্রায় স্বাভাবিক ছিল মানুষের জীবন যাত্রা। অভ্যন্তরীন, আন্ত:জেলা ও দুরপাল্লার বাস ও ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।তবে সকালে শহওে লোক ও যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছু কম ছিল।
সরেজমিনে ঘোরার সময় মোটর শ্রমিকরা জানান,সকালের দিকে কিছু বাস কম চলেছে যাত্রীর অভাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে এ অবস্থা কিছুটা কেটে যায়। ব্যাংক,বীমা, অফিস আদালত,মার্কেট যথারীতি খুলেছে ও চলেছে। সোনামসজিদ বন্দরের কার্যক্রমও স্বাভাবিক ছিল।
সদর থানার অফিসার উনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন, হরতালের কোন প্রভাব পড়ে নি চাঁপাইনবাবগঞ্জে। তবে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।  ##

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন