গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ‍্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

gbn

জিবি নিউজ ||

বাংলাদেশের ৫৫তম মহাণ বিজয় দিবস উপলক্ষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ‍্যোগে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় পূর্ব লন্ডনের উডহ্যাম কমিউনিটি হলে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।সংগঠণের সাউথ ইষ্ট রিজিওনের চেয়ারম্যান 

বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশীদের সভাপতিত্বে এবং  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ্ শাফি কাদির এর  পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেটন বিশিষ্ট সাংবাদিক  কে এম আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার  মোহাম্মদ মকিস মনসুর, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন,প্রবাসে মুক্তিযোদ্ধের সংগঠক  শেখ তাহির উল্লাহ, সাংবাদিক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন, রাজনীতিবিদ গয়াসুর রহমান গয়াস, সংগঠন এর সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর  মুজিবুর রহমান, কেন্ট রিজিওনাল চেয়ারম্যান 

মুক্তার আলী, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, যুবসংগঠক  জুবেল বেলাল,আব্দুল মালিক,আবু তাহের, বদরুল হক মনসুর, আব্দুল মুকিত, শাহীন চৌধুরী, 

সাজেল আহমেদ, বেলাল মিয়া, শেখ সুমন আহমেদ, আবুল কালাম, রুহেল রহমান  সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভায়  মুক্তিযুদ্ধের শহীদানদের রুহের  মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ জিল্লুর রহমান খান। 

এই বিজয় আমাদের অহংকার বলে উল্লেখ করে 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর  মোহাম্মদ মকিস মনসুর, সহ বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়—এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ।

বিজয়ের এই দিনে লাল-সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ,যে ত্যাগ আমাদের দিয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার শক্তি।

মুক্তিযুদ্ধের  ইতিহাস  আর বাংলাদেশের  গৌরবময় ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহবান জানিয়ে 

বক্তারা আরও বলেন বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও সেই রক্তঝরা একাত্তরকে ধারণ করে আছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন