জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াসর্. বাংলাদেশ (আইডিইবি) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৩ দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে।
বুধবার (১০’মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের জেলা সভাপতি সাদেকুল ইসলাম,সহসভাপতি মাহবুবুর রহমান,সম্পাদক সত্যজিত রায়,দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন,সদস্য রোকনুজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষক মোখলেসুর রহমান প্রমুখ।
বক্তরা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বিল্ডিং কোড-২০২০ এর অসামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবি জানান। কর্মসূচীতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী ও সরকারী বেসরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন। ####

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন