বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিবের শ্রদ্ধা

gbn

গোপালগঞ্জ প্রতিনিধি : 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।
শনিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর সবুর, ডিএমটিসিএল'র ম্যানেজিং ডিরেক্টর এম এ এন সিদ্দিক, ডিটিসিএ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুল রহমান, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরুল হক, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, ঢাকা বিআরটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব ও বিভিন্ন জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন