ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইব্রাহিমপুর থেকে তাকে আটক করে র্যাব-৯। আটক মাদক ব্যবসায়ী সুফিয়ান আহমদ নেপুর (৩৮)। তিনি ইব্রাহিমপুর গ্রামের ইরশাদ আহমদের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট করা জব্দ করা হয়েছে। পরে তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন