জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ,ভারত ও নেপালের মধ্যে ট্রানজিট চূক্তি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে বিপরীতে ভারতের সিঙ্গাবাদ রেলবন্দর হয়ে ভারতের রেলপথ ব্যবহার করে নেপাল সরকারের আমদানী করা ডিএপি(ডাই এমানিয়া ফসফেট) সার নেপালের বীরগঞ্জ ষ্টেশনে যাচ্ছে। গত শনিবার(৬’ফেব্রুয়ারী) রাত ৯টার সময় ৪২টি মালবাহী ওয়াগন ভর্তি ২ হাজার ৫০১.১ টন ওই রাসায়নিক সারবাহী একটি ভারতীয় ট্রেন (র্যাক নামে পরিচিত) রহনপুর থেকে সিঙ্গাবাদ হয়ে বীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মির্জা কামরুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে গত ৩ ও ৫ ফেব্রুয়ারী সমপরিমান সার নিয়ে দু’টি ট্রেন রহনপুর থেকে নেপাল যায়। তবে এর পর থেকে সপ্তাহে দু’টি করে ট্রেন যাবে। তিনি বলেন, এসব সার মোংলা সমুদ্র বন্দর দিয়ে চীন থেকে আমদানী করা হলেও যশোহরের নোয়াপাড়া ষ্টেশনে ভারতীয় ট্রেনে বোঝাই করা হয়। এ পথে চলতি কনসাইনমেন্টে ৩০ হাজার টন সার নেপাল যাবে। এসব সারের কাস্টমস চেকিং নোয়াপাড়াতে একবার সম্পন্ন হবার পর শুল্কায়ন রহনপুরে সম্পন্ন করা হচ্ছে বলেও জানান ষ্টেশন মাষ্টার মির্জা কামরুল হক। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন