মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন (ভিডিও)

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইষ্টহ্যামের এম পি ইষ্টিফেন টিমস, বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার সাবিনা আক্তার, আহম্মেদ সামাদ চৌধুরী জে পি, কাউন্সিলার সিরাজুল ইসলাম, এসেম্ভেলী মেম্বার উমেশ দেশাই, সাবেক এম পি সৈয়দ জেবুন নেছা হক, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার শাহ আলম, কমিউনিটি ব্যাক্তিত্ব মুতাসিম আলী সেতু ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন:- কাপ্তান মিয়া, আফতাব উদ্দিন, মো: সামছুল ইসলাম কয়ছর, আব্দুল আহাদ
এসময় আরো উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন (ময়না), ছাদ উদ্দিন ছায়াদ.আলিম উদ্দিন, তাজ উদ্দিন (রেজান), হাজী কবির মিয়া, হাজী লালা মিয়া, আনোয়ার আহমদ, হাফিজুর রহমান সেলিম, তারেক আলী হেলাল, নজরুল ইসলাম, কফিল উদ্দিন, রোকন উদ্দিন লিটন, রেহান আহমদ, রাবেল আহমদ, জয়নাল উদ্দিন, এনামুল হক, রিয়াদ আহমদ, বদরুল আলম, এমাদ উদ্দিন, আবু সুফিয়ান, হাফিজুর রহমান পলান, আব্দুল কুদ্দুস জালাল.আম্বিয়া খানম, বানু বেগম, মো: শাহিন, মো: শরিফ আহমদ, অপি বেগম, জগরুল হোক রাজেল আতকিয়া খানম, ফয়ছল আহমদ, সেকন মিয়া, আয়াছুল করিম, জুয়েল মিয়া সহ আরো অনেকেই ছিলেন ।




দুপুর ১২থেকে শুরু হওয়া অনুষ্ঠানে দিনব্যাপী চলে স্কুলের অতিত স্মৃতি নিয়ে আলোচনা, পুথি পাঠ, নাথ, কবিতা, ম্যাজিক শো। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে বিশাল আকারের কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মন মাতানো গান পরিবেশন করেন শতাব্দীকর. বাউল সহিদ.সালমা সহ বিলেতের জনপ্রিয় শিল্পীরা।