মৌলভীবাজার প্রতিনিধি ॥
“সম্মিলত প্রচেষ্টায়,কুষ্ঠ করি জয় ”এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে কুষ্ঠ দিবস।
গতকাল রোববার (৩১ জানুয়ারী) সকাল ১০ হীড বাংলাদেশ ও লেপরো এর উদ্যাগে সিভিল সার্জন কার্য্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইপিআই ভবনে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়।
মৌলভীবাজার সদর ২৫০শর্য্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা.বিনেন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার.ডাঃ মোঃ ইকবাল হাসান,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, হীড বাংলাদেশ অসিত পাল,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রাজলক্ষী সিনহা,নার্স সুপার রতনা ভট্রাচার্য্য,সিভিল সার্জন অফিসের প্রেগ্রাম কো-অডিনেটর দীপংকর বম্মাচার্য্য, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, নজরুল ইসলাস মুহিব, মোঃ মাহবুবুর রহমান রাহেল সহ নার্স ও এনজিও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন