মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টারের দাফন সম্পন্ন

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম মাস্টার-এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় জায়ফরনগর হযরত শাহ গরীব খাকী (রঃ) ঈদগাহ ময়দানে অনুষ্টিত জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। পরে স্থানীয় গোরস্তানে তাঁর লাশ দাফন করা হয়।

জানাজা পূর্ব এক শোক সভায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এছাড়া মৌললভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভুকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ চেয়ারম্যান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন