পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে এক মটর সাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। নিহত সাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুল সরদারের ছেলে। সে চাচা আলামিন সরদারের সাথে মটর সাইকেল যোগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিবনগর মাদ্রাসা ও বাদাম তলার মধ্যবর্তি স্থানে পৌছালে খুলনার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন